মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় লৌহজং উপজেলার বেজগাঁও মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় লৌহজং উপজেলার বেজগাঁও মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন। আয়োজনের নেতৃত্বে ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার।

উপস্থিত ছিলেন- মোয়াজ্জেম মাঝি, মহসিন মোড়ল, মেদেনিমণ্ডল ইউনিয়ন সভাপতি গোলাম গাউজ সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় সাধারণ মানুষসহ দলের কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা এখন জরুরি। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্বে ভূমিকা রাখবেন।

মাহফিলে বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মীরা নানা বাধার মুখে কাজ করে আসছেন। তারা অভিযোগ করেন, কাছের মানুষের দ্বন্দ্ব অনেক সময় রাজনৈতিক ক্ষতির কারণ হয়। তাই দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন মন্তব্য ও প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

একজন নেতা হিসেবে মিজানুর রহমান সিনহার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন। তার মাধ্যমে এলাকায় উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তারা।

আলোচনা শেষে মাওলানা মুফতি আব্দুল্লাহ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, মিজানুর রহমান সিনহাসহ দলের নেতাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

উপস্থিত নেতারা বলেন, কঠিন সময়েও তারা ঐক্যবদ্ধ আছেন এবং সামনে দলকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন।