ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আসলাম হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে পৌরসভার কবিরপুরের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসলাম কবিরপুর গ্রামের নাছেম আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্ধুর সাথে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় আসলাম হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, মোটরসাইকেল থেকে পড়ে আসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকাই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



