চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আমি বিশ্বাস করি, কর্ণফুলী ও আনোয়ারার সাধারণ জনগণ সত্যিকারের পরিবর্তনের জন্য আমার পাশে থাকবে। এই লড়াইয়ে আপনাদের ঐক্য ও একতাই সবচেয়ে বড় শক্তি।’
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার নিজ বাসভবনে কর্ণফুলী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
সরওয়ার জামাল নিজাম আরও বলেন, ‘বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা দল। প্রতিটি সংকটকালে জনগণের পাশে থেকেছে বিএনপি। আগামীতেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার আদায়ে কাজ করবে।’
বড়উঠান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম সনি, ইব্রাহিম তালুকদার, মোহাম্মদ আলী, আলী আব্বাস, ইব্রাহিম মিয়া, হাজী আব্দুর রহমান, নূর মোহাম্মদ মধু, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোলাইমান, নুরুল আবচার, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব মো: ইব্রাহিম, জমির তালুকদার, আলী ওসমান, মোহাম্মদ ওসমান, সালাউদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন খান, মো. ইদ্রিস, মোহাম্মদ কবির, মোহাম্মদ নাসির, মোহাম্মদ জসিম, ওমর ফারুক জনি, মোহাম্মদ আজিজ, মো: আজগরসহ অনেকে।



