ফেনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা কমিটির উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার (এসএসকে) সড়কের রয়েল স্যালমন হোটেলে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সুজনের জেলা সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আইউব, ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সচিব ডা: তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান। এতে স্বাগত বক্তব্য রাখেন সুজনের জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘসময় দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিলেন। কোনো রকম মিথ্যাচার-গুজবে ভোট যেন বানচাল না হয়। ইতোমধ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র-চক্রান্তকে মাড়িয়ে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে হবে।
তারা বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। গত ৫৫ বছরে সঠিক নেতৃত্বের অভাবে এ দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে যথাযথভাবে কাজ করতে হবে। এছাড়া প্রতিযোগিতাপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরবে জনগণের এ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা এমপি হয় তারা লুটপাট করে যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম খেতে পারে।
তারা আরো বলেন, আওয়ামী লীগ দেশে নেই তবুও হাদিকে গুলি করা হয়েছে। গত তিনটি জাতীয় নির্বাচনে তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
সুজন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের পরিচালনায় বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরেন রাখেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, হাঙ্গার প্রজেক্টের এমআইএস প্রকল্পের এলাকা সমন্বয়কারী রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা আক্তার।



