সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে : দুলু

বিএনপির এ নেতা বলেন, ‘যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায়। আবারো...

আব্দুস সালাম, নাটোর
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সেনাবাহিনী এ দেশের মানুষের আশা-ভরসার স্থল। একটি মহল দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর সঙ্কটময় মুহূর্তে দেশের পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির ছিল তখন সেনাবাহিনী দেশের হাল ধরেছে। দেশের ক্লান্তিলগ্নে সাত-আট মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায়-অবিচার বন্ধ, চাঁদাবাজি বন্ধে ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করছে সেনাবাহিনী। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায়ও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

রোববার (২৩ মার্চ) বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায়। আবারো ১/১১ ফিরে এলে সবচেয়ে বেশি ক্ষতি হবে রাজনৈতিক দলগুলোর। দেশের মানুষ কোনোভাবেই আরো একটি ১/১১ আনতে চায় না।’

হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।