সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর জমিয়ত নেতার লাশ উদ্ধার

মুশতাক শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী |নয়া দিগন্ত

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর ইটভাটা এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দিরাই ও শান্তিগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে সকাল পৌনে ১১টার দিকে লাশ উদ্ধার করে।

মুশতাকের ফুপাতো ভাই জুনেদ আহমদ বলেন, লাশ উদ্ধারের পর স্বজনরা নিখোঁজ মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীকে সনাক্ত করেন। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পাঠানো হয়েছে। স্বজনরা মাওলানা মুশতাক আহমেদ এর লাশ সনাক্ত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মাওলানা মুশতাক গাজিনগরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের জেলা পর্যায়ে প্রথম সারির নেতা হওয়ায় তখন একাধিক বার কারাবরণ করেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন। সক্রিয় রাজনীতির পাশাপাশি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরারসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি সুনামগঞ্জ ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী অপর দু’নেতার সাথে অন্তরকোন্দল চলছিল। এদের একজন সোমবার রাতে মাওলানা মুশতাক আহমেদের বাড়িতে গিয়ে তার সাথে সমঝোতার চেষ্টা করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দলীয় প্রোগ্রাম জেলা শহরে যাওয়ার কথা বলে বাহির হন। মঙ্গলবার রাত ১০টার পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মোবাইলে বার বার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভও করা হয়।