ফরিদপুরের নগরকান্দায় গাড়ির ধাক্কায় মো: রুবেল চৌধুরী (৩৫) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল তালমা ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামের মরহুম ইদ্রিস চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানায়, মাশাউজান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি রুবেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করীম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।



