ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সান্দিয়ান হাজী সূফী উমেদ আলী হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মাতৃসেবা সমাজ সেবা প্রতিষ্ঠানের আয়োজনে এবং মাতৃসেবা সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা শুরু হয়।
অধ্যাপক ডা: এম এ সামাদের নেতৃত্বে সাতজন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৬ শতাধিক বিভিন্ন রোগে রোগীকে চিকিৎসা সেবা দেন।
এসময় মাতৃসেবা সামাজিক সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টার বলেন, ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এলাকায় সাধারণ মানু্ষ বিশ্বমানের চিকিৎসা সেবা পাচ্ছেন।’



