ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রংপুরের হাজার হাজার মুসল্লি।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রেসক্লাবের সামনে একত্রিত হন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মুসল্লিরা।
এ সময় বিভিন্ন বাংলা, ইংরেজি, আরবি লেখা ইসরাইলবিরোধী প্লাকার্ড ও ব্যানার বহন করেন মুসল্লিরা।
এর আগে জাহাজা কোম্পানি মোড় থেকে জীবন বীমার মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মাবববন্ধন ও সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন আল জামিয়া আস সালফিয়া মাদরাসার অধ্যক্ষ শায়েখ হেদায়েতুল্লাহ হাদি, সহকারী শিক্ষক শায়েখ আবু তাহের, বাংলাদেশ জামঈয়াতে আহলে হাদিসের রংপুর জেলা সেক্রেটারি আব্দুল মালেক, জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের জেলা সেক্রেটারি আবু রায়হান সিদ্দিকী, হারাগাছ পৌরসভার মোহাম্মদীয়া মাদরাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক, শালবন মিস্ত্রিপাড়া মসজিদের সেক্রেটারি মো: বেলাল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত গণহত্যা ও ভারতের বিতর্কিত ওয়াকফ আইন পাশের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, মাদরাসা দখল বন্ধ করতে হবে এবং দ্রুত এই আইন সংশোধন করতে হবে।
বক্তারা ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার এবং ইসরাইলি পণ্য বয়কট করার দাবি জানিয়ে বলেন, মসজিদুল আকসা পুনরুদ্ধার, ফিলিস্তিনে ত্রাণ সরবারহ নিশ্চিতে জাতিসঙ্ঘকে ভূমিকা পালন করতে হবে।
এ সময় মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে জাতিসঙ্ঘ, আরব রাষ্ট্রসহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে ফিলিস্তিনি শহীদ ভাই-বোনদের জন্য দোয়া মোনাজাত করা হয়।