ময়মনসিং‌হে ভারী বর্ষণে সড়কে ধস : তিন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

মূল সেতুর কাজ চলমান থাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প একটি ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছিল। কিন্তু কয়েকদিনের ভারী বর্ষণে সেই ডাইভারশনটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ফলে ঈদের আগমুহূর্তে ঘরমুখো মানুষ ও প্রতিদিনের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

Location :

Gauripur
ক্ষতিগ্রস্ত সড়ক
ক্ষতিগ্রস্ত সড়ক |নয়া দিগন্ত

ময়মনসিংহে ভারী বর্ষণে তারাকান্দা, পূর্বধলা ও গৌরীপুর উপজেলার মানুষের চলাচলের অন্যতম প্রধান রাস্তা তারাকান্দা-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়ক। ক‌য়েক‌দি‌নের টানা বর্ষণে এই সড়কের তারাকান্দার চংনাপাড়া ও রায়জান বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত সেতুর বিকল্প ডাইভারশনটি ধসে পড়ে‌ছে। ফ‌লে তিন উপজেলার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, চংনাপাড়া বাজারের পাশে একটি নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। মূল সেতুর কাজ চলমান থাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প একটি ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছিল। কিন্তু কয়েকদিনের ভারী বর্ষণে সেই ডাইভারশনটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ফলে ঈদের আগমুহূর্তে ঘরমুখো মানুষ ও প্রতিদিনের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বহেড়াকান্দি গালাগাঁও ইউনিয়নের বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন আমরা পূর্বধলা ও গৌরীপুরসহ আশপাশের সাত-আটটি উপজেলার সাথে যাতায়াত করি। এখন সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সংস্কার না হলে সাধারণ মানুষের চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়বে।’

তিনি আরো জানান, হাজীগঞ্জ, আশ্বিয়া, অনন্তপুর, ভেরুয়া, হরিয়াতলা, হারিভাঙ্গা, রাজধারিকেল, কামারগাঁও, ওয়াই ও গোবিন্দখিলা এলাকার মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। শিক্ষার্থী, রোগী, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য এই দুর্ভোগ আরো করুণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে। নির্মাণ কাজের ধীরগতি ও অস্থায়ী ডাইভারশন ব্যবস্থার অপ্রতুলতা নিয়মিত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি অবিলম্বে বিকল্প রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।