চাটমোহরে সেতুর ওপর পড়েছিল শিশুর লাশ

স্থানীয়রা ধারণা করছে, রাতের কোনো এক সময় সে ওই ভুট্টা শুকানো জালের নিচে শুয়ে ছিল। চলন্ত কোনো গাড়ি তার শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
চাটমোহরে সেতুর ওপর পড়েছিল শিশুর লাশ
চাটমোহরে সেতুর ওপর পড়েছিল শিশুর লাশ

পাবনার চাটমোহরে সেতুর ওপর পড়ে থাকা ছালমান (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার হান্ডিয়াল চরনবীনে ছাইকোলা সেতুর ওপর নেট জালের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ছালমান উপজেলার চরনবীন গ্রামের মো: ছাবের আলীর ছেলে। মাথায় আঘাত পেয়ে সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে চলাফেরা করতো বলে জানিয়েছে পরিবার।

প্রত্যক্ষদর্শী ও হান্ডিয়াল ইউপি মহিলা সদস্য মোছা: জমেলা খাতুন বলেন, শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ছালমান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রোববার ভোরে মুসল্লিরা নামাজ পড়ে যাওয়ার সময় সেতুর ওপর তার লাশ দেখতে পায়।

স্থানীয়রা ধারণা করছে, রাতের কোনো এক সময় সে ওই ভুট্টা শুকানো জালের নিচে শুয়ে ছিল। চলন্ত কোনো গাড়ি তার শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘স্থানীয়রা বিষয়টি চাটমোহর থানায় অবগত করেন। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’