বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘জনগণের জন্য কাজ করলেই জনগণের নেতা হওয়া যায়। জাতীয় নেতার মতো বক্তব্য না দিয়ে নিজ এলাকার খোঁজ-খবর নেয়া একজন প্রকৃত নেতার কাজ। আল্লাহ তাদেরই ক্ষমতা দান করবেন যারা উত্তম সেবক।’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বড় উঠান নাছির কনভেনশন হলে জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা কর্তৃক আয়োজিত ‘ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আমির মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা-কর্নফুলী) জামায়াতের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
সেক্রেটারির নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো: ইসমাইল হক্কানি, চট্টগ্রাম জেলা পশ্চিম শিবির সভাপতি আবদুর রহিম, আনোয়ারা উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি, কর্ণফুলী উপজেলা শিবির সভাপতি আমিনুল ইসলাম মকুল, কর্ণফুলী উপজেলা নায়েবে আমির মাহবুবুল আলম, ব্যবসায়ী ফোরামের সভাপতি মো: ইলিয়াস মেম্বার, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো: মোবিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো: হারুন, সেক্রেটারি মো: আলমঙ্গীর, ইউনিয়ন সভাপতি মোস্তফা আল-মাহমুদ ইমরুজ, মো: মুছা মেম্বার, জিয়া উদ্দিন, নুরুল আক্কাস প্রমুখ।