বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এদেশের মজলুম মানুষের চোখের পানি আল্লাহ পাক কবুল করে ৫ আগস্ট উপহার দেন। আল্লাহ পাক জামায়াতের নেতাকর্মীদের ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগঠনের নেতাকর্মীদের আরো ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করতে হবে। দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। সকল মানুষের আশ্রয়স্থল হবে জামায়াতে ইসলামী। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।’
শনিবার (২১ জুন) সকালে চাঁদপুর জেলা জামায়াত আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা ও পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। পরিচালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।
এ শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো: মাসুদুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মো: জাহাঙ্গীর আলম, মো: হারুন আর রশিদ ওসমানীসহ উপজেলা ও পৌর শাখার আমিররা।
সমাপনী বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।