সিংগাইরে আজগর হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার

স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো স্থানীয় চিহ্নিত মাদক কারবারি বখাটে আল আমিন।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
আজগর ও আল-আমিন
আজগর ও আল-আমিন

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার প্রধান আসামি আল-আমিনকে (৪৭) অবশেষে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল এলাকার জান্নাত বিরিয়ানি হাউজ-২ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ নিশ্চিত করে।

গ্রেফতা আল-আমিন উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিণ গ্রামের মৃত কালু প্রামানিকের ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে পূর্ব রায়দক্ষিণ গ্রামের আজগর আলীকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আল-আমিন ও তার সাঙ্গ-পাঙ্গরা। এ ঘটনায় নিহতের ছেলে আইয়ূব খান আল আমিনকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখপূর্বক থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এর আগে মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের চারজনকে গ্রেফতার করেন।

পুলিশ আরো জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে থানার সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আল আমিনের লোকেশন ট্যাগ করে সোমবার দুপুরে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, গ্রেফতা আল আমিনকে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, আজগর আলীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে (মেয়ের ঘরের সন্তান) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো স্থানীয় চিহ্নিত মাদক কারবারি বখাটে আল আমিন। এ ঘটনায় গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) ভিকটিমের মা থানায় যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। পুলিশ আল আমিনকে গ্রেফতার করতে অভিযান চালায়। মামলা ও পুলিশি অভিযানের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যায় আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন প্রকাশ্যে ফিল্মি স্টাইলে রায়দক্ষিণ পূর্ব পাড়া (সিনহা মেডিক্যালের পশ্চিম পাশে) কবরস্থান সংলগ্ন নিয়তের মুদি দোকানের সামনে আজগরকে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।