কক্সবাজার সমুদ্র সৈকতের গল্ফ মাঠ এলাকা সংলগ্ন ঝাউ বাগান থেকে মোহাম্মদ আমিন নামে এক সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা তার লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
নিহত মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মরহুম জুনু মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই হিরু স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গত দুই দিন ধরে ঘরের বাইরে ছিলেন মোহাম্মদ আমিন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ফ্রেন্ডশিপ নামের এনজিওতে কর্মরত ছিলেন। একইসাথে ‘প্রাণের বাংলাদেশ’ নামে একটি দৈনিক পত্রিকায় উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এদিকে এক সপ্তাহ আগে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মোহাম্মদ আমিন।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা যাত্রীবাহী একটি বাসের টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মারসা গাড়িতে করে তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছেন। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’