সিলেটে বিশেষ গুরুত্বপূর্ণ ১০৩ প্রবাসীকে সম্মাননা দিলো জেলা প্রশাসন

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা দেয়া হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সম্মাননাপ্রাপ্ত একজন
সম্মাননাপ্রাপ্ত একজন |নয়া দিগন্ত

নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও বিশেষ অবদান রাখায় বিশ্বের ১১টি দেশের ১০৩ জন প্রবাসী বাংলাদেশীকে প্রথমবারের মতো সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা দেয়া হয়। সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশী পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক এই ছয় ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. আবদুল নাসের খান বলেছেন, ‘প্রবাসীরা এদেশের গর্ব ও হৃৎস্পন্দন। তারা দূর প্রবাসে থেকেও হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করেন। তারা নিজেদের ঘাম, শ্রম আর ভালোবাসা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।’

এ সময় তিনি প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান, প্রতিবছর কিছু প্রবাসীকে ডিস্টিঙ্গুইশ বাংলাদেশী এক্সপাট্রিয়েট পদক দেয়া, প্রবাসীদের জন্য এক্সক্লুসিভ বিনিয়োগ অঞ্চল গড়ে তোলা, প্রবাসীদের জন্য স্মার্ট সিটি গড়ে তোলা, প্রবাসীদের করমুক্ত ব্যবসায়ের সুবিধাসহ স্মার্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির জন্য পরামর্শ দেন।

সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, প্রবাসী ব্যক্তিত্ব ড. ওয়ালি তশর উদ্দিন ও ব্যারিস্টার নাজির আহমদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীবৃন্দ, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে শেষ হয়।

পরে দুপুরে বর্ণাঢ্য আয়োজনে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয় আর সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সেমিনারে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।

সম্মাননা পাওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন, যুক্তরাজ্যের রাণীর বিশেষ খেতাবপ্রাপ্ত বিলিয়নার ব্যবসায়ী সিলেটের বালাগঞ্জের অধিবাসী ও সিলেট নগরের সুপরিচিত মানরু শপিং মলের স্বত্বাধিকারী ইকবাল আহমেদ ওবিই, লন্ডন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, প্রখ্যাত আইনজীবী ও লেখক ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, ওয়ালি তশর উদ্দিন এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আবদুল মুনিম জাহেদি ক্যারল।

জেলা প্রশাসন সূত্র জানায়, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেয়। এজন্য জেলা প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সিলেটের প্রবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভূমিকা রাখা প্রবাসীদের কাছ থেকে গ্রহণ করা হয় আবেদনপত্র।

আর এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার প্রবাসী সিলেটি আবেদন করেন। জেলা প্রশাসন যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে ১০৩ জনকে বাছাই করে এ সম্মাননা দিলো।

রাজকীয় এ সম্মাননা উপলক্ষে সিলেট শহরকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে। শুক্রবার রাত থেকে কিন ব্রিজ এলাকা করা হয় আলোয় আলোকিত। নগরের মোড়ে মোড়ে প্রবাসীদের নিয়ে বিভিন্ন লেখা সম্বলিত ফ্যাস্টুন সাঁটানো হয়। বিমানবন্দর সড়কে ব্যতিক্রমী ফ্যাস্টুন লাগিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে মনে হচ্ছে এটাই যেন প্রকৃত প্রবাসীদের অপূর্ব সিলেট।