ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হয়

বিশিষ্ট ইসলামী স্কলার ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, ‘ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হয়। সর্বশেষ বাংলাদেশের অকুতোভয় দুঃসাহসী সৈনিক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে আশ্রয় দিয়েছেন তারা।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী
সোনাগাজীতে ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী |নয়া দিগন্ত

বিশিষ্ট ইসলামী স্কলার ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, ‘ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হয়। সর্বশেষ বাংলাদেশের অকুতোভয় দুঃসাহসী সৈনিক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে আশ্রয় দিয়েছেন তারা। এটা থেকেও মুসলমানদের শিক্ষা নিতে হবে। দুই-চারটা ভোট আর নগদ টাকার জন্য আমাদের ঈমান নষ্ট করতেছি। রাজনীতি একটি আদর্শের ওপর রাজনীতি করতে হবে। কুরআন ও সুন্নাহর মাধ্যমে রাজনীতি করতে হবে। তাহলেই ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে।’

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোনাগাজী মারকাযুল কুরআন হিফজ মাদরাসার হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ওইসব কথা বলেন।

তিনি আরো বলেন, হযরত মুহাম্মদ সা: এর আদেশ, নিষেধ এবং বিধিনিষেধ অনুসরণের নামই হচ্ছে ইসলাম। আজ থেকে দেড় হাজার বছর পূর্বে রাসুল সা: মহান আল্লাহর হুকুমকেই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি যে বিধিনিষেধ আমাদের জন্য রেখে গেছেন সেটিই হচ্ছে ইসলাম। আজকে কিন্তু আমরা রাসুল সা: এর সেই আদর্শ থেকে দূরে সরে গেছি। আমাদের বাংলাদেশীদের উচিৎ ইসলাম শিখতে হলে ফিলিস্তিন যেতে হবে। কারণ বিগত ৮০ বছর ধরে ফিলিস্তিনের লাখ লাখ মুসলমান জীবন দিলেও পবিত্র বায়তুল মাকদাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেননি। তারা কোথায় আর আমরা কোথায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের কিছু আলেমকে কম দামে কেনা হয়েছিল। তারা সরকারে কাছে বিক্রি হয়ে সরকারের দালালিতে ব্যস্ত থাকায় এদেশের মুসলামনদের ওপর পতিত সরকার এমন নির্যাতন করতে পেরেছিলে।

মারকাযুল কোরআন হিফয মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার আরবী অধ্যাক মাওলানা আবুল কাসেম।