নরসিংদীর শিবপুর উপজেলায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফরচর গ্রামের কাঁঠালতলায় এ ঘটনা ঘটে।
শিশু দু’টি হলো ওই এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) ও সোহেল মিয়ার মেয়ে মায়া মনি (৩)।
শাকিল ও সোহেল মিয়া জানান, সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এ সময় আলিফ ও মনি পরিবারের সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশের ডোবায় গিয়ে পড়ে যায়। ঘরে তাদের না পেয়ে খোঁজাখোঁজি একপর্যায়ে ডোবা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসাইন জানান, বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কারো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।