চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে ও লোহাগাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জানা গেছে, উপজেলার সুখছড়ি আমিরাবাদ এলাকায় অবস্থিত মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের (এস বি ডব্লিউ) মালিক গিয়াস উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স বি কে বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিক আল মামুন জাহাঙ্গীর ও মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের (এস এস বি) মালিক মো: শাহাবুদ্দিনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল।
লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে এই দণ্ডাদেশ দেয়া হয়েছে।



