চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত

‘লঘুচাপ সৃষ্টির আগে সাধারণত তাপমাত্রা বেড়ে যায়। তবে এ পরিস্থিতি স্থায়ী নয়।’

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস |নয়া দিগন্ত

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ করেই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে কর্মজীবী মানুষসহ সাধারণ জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, এর আগে গত ২৩ জুলাই এ জেলায় ৩৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এরপর থেকে ওঠানামা করলেও এতটা উচ্চ তাপমাত্রা হয়নি। প্রায় দেড় মাস পর আবারো তাপমাত্রা বেড়ে গরমে অস্বস্তি তৈরি হয়েছে।

হঠাৎ গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শহরের ইজিবাইকচালকরা জানান, দীর্ঘদিন পর আজ প্রচণ্ড রোদে কাজ করতে হয়েছে।

চা বিক্রেতারাও বলেন, ‘গরমের সাথে লোডশেডিং যোগ হয়ে কষ্ট আরো বেড়েছে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘লঘুচাপ সৃষ্টির আগে সাধারণত তাপমাত্রা বেড়ে যায়। তবে এ পরিস্থিতি স্থায়ী নয়।’