নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত |নয়া দিগন্ত

নীলফামারীর ভবানিগঞ্জ সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হাজীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চন পাড়া ছত্রছাল গ্রামের আবদুল সালামের ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে মারুফ মোটরসাইকেলে করে নীলফামারী শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।