ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চলাচলের সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও কয়েক দফায় অদৃশ্য কারণে বিলম্বিত হওয়ার প্রতিবাদে ও বুড়িমারী থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা।
সোমবার (২১ এপ্রিল) সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে পূর্ব ঘোষিত এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।
এতে জেলার দু’প্রান্তে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে একই দাবিতে অবরোধ করে ছত্র-জনতা। এ সময় বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার গাড়ি আটকে পড়ে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশন থেকে চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন সংগঠন। সর্বশেষ বুড়িমারী স্টেশন থেকে ট্রেন চালুর কথা থাকলেও বিভিন্ন কারণ দেখিয়ে তা বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
ছাত্র-জনতার দাবি, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনিরহাট শহর থেকে ঢাকা রুটে চলাচল করায় জেলার চার উপজেলার মানুষ সরাসরি ট্রেনটি সুবিধা বঞ্চিত হচ্ছে। ফলে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামের মানুষ বুড়িমারী থেকে ট্রেনটি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে।