নড়াইল-১ (কালিয়া ও সদর উপজেলার একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মঈনুল হক, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ফিরোজ লস্কর, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, অ্যাডভোকেট এম এ সবুর, বাঐসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজির আহমেদ, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক বখতিয়ার হোসেন, নড়াগাতী থানা শ্রমিকদলের সভাপতি ইলিয়াস শেখ, কালিয়া পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইরান শেখ, নড়াগাতী থানা বিএনপি নেতা চৌধুরী জুয়েল রানা, যুবদল নেতা মুনজুর মাহবুব বনি, বি এম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ফিরোজ লস্করসহ বিএনপির নেতারা বলেন, আগামী নির্বাচনে অধ্যাপক বি এম নাগিব হোসেন বিজয়ী হয়ে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান। জনগণ যদি তাকে ভোট দিয়ে জয়ী করেন তাহলে তিনি কালিয়াসহ সংসদীয় এলাকার শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করবেন, কালিয়া পৌরসভাকে আধুনিক মানসম্মত পৌরসভায় উন্নীতকরণ করবেন, গ্রামীণ সড়কসহ বিভিন্ন সড়ক পাকাকরণ ও সংস্কার করার মাধ্যমে যাতায়াত ব্যবস্থা সহজীকরণ করবেন এবং শিল্প কলকারখানা স্থাপন করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করবেন।



