শাবিপ্রবির ভর্তি যুদ্ধে নামছেন ৭৫ হাজার শিক্ষার্থী, পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি যুদ্ধে নামছেন ৭৫ হাজার ১৩৪ জন শিক্ষার্থী। আগামী ১৩ জানুয়ারি মঙ্গলবার ‘এ’ ইউনিট ও ১৪ জানুয়ারি বুধবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্য বলছে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৯৮৫ আসনের বিপরীতে ৫২ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে নামছেন। এ ইউনিটে প্রতি আসনে গড় প্রতিদ্বন্দ্বী ৫৩ দশমিক ৬৪ জন শিক্ষার্থী। আর সামাজিক বিজ্ঞান অনুষদের ৫৮১ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে নামছেন ২২ হাজার ২৯২ জন শিক্ষার্থী। বি ইউনিটে প্রতি আসনে গড় প্রতিদ্বন্দ্বী ৩৮ দশমিক ৩৬ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির তথ্য মতে, এ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে ৭৪টি উপকেন্দ্রে ৪৩ হাজার ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ ইউনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে সিলেটের ১৩টি উপকেন্দ্রে নয় হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে ৩৯টি উপকেন্দ্রে ১৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই ইউনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে সিলেটের ১২টি উপকেন্দ্রে আট হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম নয়া দিগন্তকে বলেন, ‘ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ভর্তি কমিটি কাজ করছে।’