জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ঘুঘরাকান্দি হাশমত আলীর মোড় থেকে উজান কলকিহারা পর্যন্ত দশানী নদীর শাখা ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উজান কলকিহারা, ঘুঘরাকান্দি, মায়ছানির চর এলাকাবাসীর ব্যানারে হাশমত আলীর মোড় নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বন্যার সময় এ অঞ্চলে নদী ভাঙন দেখা দেয়। নদী ভাঙন রোধে ইতঃপূর্বে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। যে কারণে বর্তমানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতঃপূর্বে নদী ভাঙনে এ এলাকার অনেক মানুষের বসতভিটা, ফসলি জমি নদী ভাঙনের শিকার হয়েছে। এ ছাড়াও স্কুল, মাদরাসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভাটিকলকিহারা ও উজান কলকিহারা গ্রাম দুটি নদীগর্ভে হারিয়ে যাবে।
এ সময় নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।



