তাড়াশে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে খালখুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশু তৌহিদের মৃত্যু হয়।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
তাড়াশে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
তাড়াশে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তাওহিদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদ হোসেন উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামের মো: রাসেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত তাওহিদ হোসেন নানীর সাথে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নানী আহত হয় আর নাতী তাওহীদ হোসেন গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে খালখুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশু তৌহিদের মৃত্যু হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’