জামালপুরে নদীতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজ মাদরাসার ছাত্র আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
মাদরাসাশিক্ষার্থী মো: আব্দুল্লাহ
মাদরাসাশিক্ষার্থী মো: আব্দুল্লাহ |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে দশআনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদরাসাশিক্ষার্থী মো: আব্দুল্লাহর লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলা বোলাকীপাড়া গ্রামের দশআনী নদীতে লাশটি ভাসতে দেখা স্থানীয় এলাকাবাসী। তার স্বজনরা খবর পেয়ে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে শনিবার বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে উদ্ধার অভিযান চালিয়েও দুপুর পযর্ন্ত তার সন্ধান পায়নি। বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় দশআনী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ।

নিখোঁজ মাদরাসার ছাত্র আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করতো বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল মাদরাসাশিক্ষার্থী আব্দুল্লাহ। শনিবার বিকেলে খালার বাড়ির পাশে দশআনী নদীতে গোসল করতে নামে স্রোতে ডুবে যায় আব্দুল্লাহ।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে অভিযান সাময়িক স্থগিত করেন। কিন্তু চার ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনি।

জামালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, চার ঘণ্টা অভিযানের পরও মাদরাসাশিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ মাদরাসাছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৌখিক আবেদনের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ও তার স্বজনরা মিলে লাশটি উদ্ধার করেছে।’