জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ ৫ দফা দবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের শাপলা চত্ত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে দলটি।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং শেখ হাসিনাসহ বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে সেই ফ্যাসিস্টদের বিচার দেশের সকল জনগণের দাবি। এ কারণে জামায়াতসহ ৮ দল ৫ দফার দাবিতে একসাথে আন্দোলন শুরু করেছে। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি দাঁড়াবে। কিন্তু প্রধান উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণ দিয়েছে। প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
এ সময় বক্তারা দেশের মানুষের সেন্টিমেন্ট উপলদ্ধি করে প্রধান উপদেষ্টার এ ঘোষণাকে প্রত্যাহার করার আহ্বান জানান।
বিএনপিকে ইঙ্গিত করে খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘যারা নিজেদেরকে জনপ্রিয় দল হিসেবে দাবি করে তারা বড় দল হতে পারে কিন্তু জনপ্রিয় দল না। দেশের জনগণ এখন আর তাদের সাথে নেই। গত একবছরে যারা চাঁদাবাজি করেছে, মানুষের বাড়ি দখল করেছে এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা গণভোটের সাথে একমত হচ্ছেন না, পিআর পদ্ধতির সাথে একমত হচ্ছে না। আবার দাবি করছেন আপনারা সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাহলে পিআর পদ্ধতিকে কেন ভয় পাচ্ছেন? যদি আপনারা জনপ্রিয় দল হয়ে থাকেন তাহলে পিআর পদ্ধতিতে এসে প্রমাণ করুন।’
সদর উপজেলা জামায়াতের আমির মো: ইলিয়াসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখার আমির সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়কুব আলী চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: ইউসুফ প্রমুখ।



