বিল আটকে রাখায় ক্ষোভ

আলীকদমে পিআইওর বিরুদ্ধে চেয়ারম্যান-মেম্বারদের অবস্থান কর্মসূচি

অভিযোগ, তিনি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তি প্রকল্পের আওতাধীন বিভিন্ন নির্মাণাধীন প্রকল্পের বিলের ফাইল দীর্ঘ দিন ধরে আটকে রেখেছেন।

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান)

Location :

Ali kadam
আলীকদমে পিআইওর বিরুদ্ধে চেয়ারম্যান-মেম্বারদের অবস্থান কর্মসূচি
আলীকদমে পিআইওর বিরুদ্ধে চেয়ারম্যান-মেম্বারদের অবস্থান কর্মসূচি |সংগৃহীত

বান্দরবানের আলীকদমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে আলীকদম উপজেলা পিআইও অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

পিআইও কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তি প্রকল্পের আওতাধীন বিভিন্ন নির্মাণাধীন প্রকল্পের বিলের ফাইল দীর্ঘ দিন ধরে আটকে রেখেছেন।

অবস্থান কর্মসূচিতে আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং চারটি ইউনিয়নের সকল ওয়ার্ড মেম্বাররা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ও মেম্বারদের অভিযোগ, তারা ২০২৪-২৫ অর্থ বছরের তৃতীয় পর্যায়ে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। কিন্তু কে এম নজরুল ইসলাম এসব প্রকল্পের বিল পরিশোধের ফাইল আটকে রাখায় তারা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।

তারা আরো জানান, বিল পরিশোধের বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার সকাল ১০টায় পিআইও কে এম নজরুল ইসলাম তাদের অফিসে আসতে বলেছিলেন। কিন্তু তারা অফিসে এসে দেখেন, অফিসের অন্য স্টাফরা উপস্থিত থাকলেও পিআইও অফিসে নেই। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এই উদ্ভূত পরিস্থিতিতে ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বাররা প্রাথমিকভাবে পিআইও অফিসের সামনে সাময়িক অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে প্রকল্পের বিল পাশ না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

আলীকদম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলী হয়ে অন্যত্র যোগদান করেছেন। থানছির ইউএনও দায়িত্বে থাকলেও এ বিষয়ে তার বক্তব্য সংগ্রহ করা যায়নি।

তবে গত শনিবার বিদায়ী অনুষ্ঠানে আলীকদম উপজেলার সাবেক ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেছিলেন, ‘যেসব প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে সেসব প্রকল্পের বিল প্রদান করতে আমি পিআইওকে নির্দেশ দিয়েছি। আপনারা পিআইওর সাথে যোগাযোগ করে বিল নিয়ে নিবেন।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোবাইল ফোনে কল ও মেসেজ দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী আঙ্গুর মিয়া বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান-মেম্বাররা বিল না পেয়ে ক্ষুব্ধ হয়ে আমাদের অফিস ঘেরাও করেছেন। এই সময় স্যার অফিসে ছিলেন না।’