লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজের উদ্বোধন

পরিবেশ আর পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরি হয়ে যাবে।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati

দীর্ঘ ৫৪ বছর পর রাঙ্গামাটি জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটির মাটি কাটার কাজ উদ্বোধন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে লংগদু উপজেলার দজরপাড়া এলাকা থেকে নানিয়ারচরমুখি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।

বর্তমানে মাটি কেটে রাস্তা তৈরির দায়িত্বশীল ঠিকাদার জানান, পরিবেশ আর পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরি হয়ে যাবে।

জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ জানান, আমরা চাই দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করতে। সবকিছু ঠিকঠাক থাকলে আশাকরি মাটি কাটার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী বাকি থাকা ব্রিজ, কালভার্ট ও পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করবেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পারিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ আলী, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, গাঁথাছড়া বায়তুশ শরফের প্রধান মাওলানা ফোরকান আহমদ প্রমুখ।