গফরগাঁওয়ে বিএনপির বিজয় র‌্যালি ও নাগরিক সমাবেশ

‘বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে বিএনপির বিজয় র‌্যালি ও নাগরিক সমাবেশ
গফরগাঁওয়ে বিএনপির বিজয় র‌্যালি ও নাগরিক সমাবেশ |নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান বলেছেন, ‘বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ, ঐক্য এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিশাল বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করে স্থানীয় চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় র‌্যালি পরবর্তী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আল ফাতাহ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দুর্নীতি, বৈষম্য দূর করে এবং জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

বিকেল ৪টার দিকে বিজয় র‌্যালি শুরুর নির্ধারিত সময়ে আগে আনসারনগর দারুণ কোরআন মাদরাসার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আলাদা আলাদাভাবে বিএনপির বিভিন্ন জোন, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদল-সহ অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বিজয় র‌্যালিতে অংশ নিতে মিছিল নিয়ে আসেন। মাদরাসা মাঠ থেকে বিশাল বিজয় র‌্যালি শুরু করে পালের বাজার হয়ে সমাবেশস্থল বিদ্যালয় মাঠে গিয়ে সমাপ্তি হয়।

পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন ধনু মেম্বারের সভাপতিত্বে ও পাগলা থানা বিএনপি সাবেক সদস্য শাহনেওয়াজ কবির বাচ্চুর সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন- পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও আফজালুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, পাগলা থানা মৎস্যজীবি দলের আহ্বায়ক মো: সাদীর বেপারী, পাগলা থানা তাতীদলের আহ্বায়ক মনির হোসেন দপ্তরী, জেলা দক্ষিণ যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন উজ্জ্বল, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা ছাত্র দলের সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, উস্থি ইউনিয়ন বিএনপি নেতা নিপুল মেম্বার ও পাইথল ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম কামরুল প্রমূখ।