নদী থেকে প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ মা

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গংগাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাকেরভিটা এলাকার তেতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
উদ্ধার অভিযান চলছে
উদ্ধার অভিযান চলছে |নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে পড়ে যাওয়া প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছেন মা। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গংগাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাকেরভিটা এলাকার নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধারের জন্য তার মা জেসমিন (৩৬) নদীতে ঝাঁপ দেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ছেলে তানজিলকে উদ্ধার করা সম্ভব হলেও মায়ের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজের শ্বশুর মো: শাহজাহান খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমার নাতি নদীতে পড়ে গেলে আমার ছেলের বউ তাকে উদ্ধারের জন্য ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি আর উঠে আসতে পারেনি। পরে খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেসমিনের সন্ধান মেলেনি।