নাটোরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

নাটোরে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
নাটোরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ-পরবর্তী একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত (বড়াইগ্রাম, গুরুদাসপুর-৪) আসনে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার আমির অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমির রাশেদুল ইসলাম প্রমুখ।