ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সরকারি প্রভাব কাজে লাগিয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Cox's Bazar
আওয়ামী লীগ নেতা।
আওয়ামী লীগ নেতা। |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলামকে গ্রেফতার হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষংদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাশেদুল ২০২৪ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পোকখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্বে থাকাকালীন সময়ে তৎকালীন সরকারি প্রভাব কাজে লাগিয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এমনকি বিগত জাতীয় সংসদ নির্বাচনসহ একাধিক স্থানীয় নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের মতো গুরুতর অপরাধও তার নেতৃত্ব হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মামলার আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।