শ্রীনগরে মাদক নিয়ে মারামারিতে ছুরিকাহত যুবক, আইসিইউতে ভর্তি

‘ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Location :

Munshiganj
শ্রীনগরে মাদক নিয়ে মারামারিতে ছুরিকাহত যুবক, আইসিইউতে ভর্তি
শ্রীনগরে মাদক নিয়ে মারামারিতে ছুরিকাহত যুবক, আইসিইউতে ভর্তি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদক নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইয়াসিন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের বাঁশপট্টি এলাকার একটি খালি মাঠে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো: ইয়াসিন। তিনি শ্রীনগর বাইপাস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাইপাস এলাকার তাদের মধ্যে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এসময় শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলনের ভাগিনা সমাপ্ত ওরফে সম্ভু (২৫) ও তার সাথে থাকা আরও ৭-৮ জন ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং দমনে অভিযান চলবে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’