লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের (মূল) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি)

Location :

Lakshmichhari
অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার
অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের (মূল) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ মে) মধ্য রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, লক্ষ্মীছড়ি জোনের দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) ‘সন্ত্রাসী’ অস্ত্রসহ অবস্থান করছে বলে গোপন সূত্রে এমন খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়। রাত আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদর হতে দু’টি ‘বি’ টাইপ টহল দল ওই বাড়িতে অবরোধ এবং তল্লাশি চালায়। এ সময় ওই বাড়ি থেকে ইউপিডিএফ (মূল)-এর সক্রিয় সদস্য জীবন চাকমাকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম ২টি মোবাইল ফোন (১ টি স্মার্ট মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল ফোন), ১টি নোট বুক ও ১টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে তাকে লক্ষ্মীছড়ি থানায় উদ্ধার অস্ত্র ও মালামালসহ হস্তান্তর করা হয়।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ হোসেন জানান, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।