রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কীওয়ার্ড সিকোয়েন্স ইম্পর্টেন্স (কেএসআই) : এ নভেল রাইটিং মডিউল ফর কোয়ালিটি পাবলিকেশন অ্যান্ড প্ল্যাগারিজম রিডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণের রিসোর্স পারসনসহ অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে ভিসি বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ অ্যাকাডেমিশিয়ানদের আর্টিকেল বা থিসিস পেপারের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) কৃষি অনুষদের ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। তিনি গবেষণাপত্র রচনায় কেএসআই কৌশলের ব্যবহার, মানসম্পন্ন প্রবন্ধ মূল্যায়ন, গবেষণার পদ্ধতি প্রণয়ন, ফলাফল উপস্থাপন ও প্ল্যাগারিজম হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা অংশ নেন।