ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বক্তারা বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রেসক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচি শুরু করা হয়।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে সদস্যরা আলোচনা সভায় অংশ নেন।

এ সময় সভার শুরুতেই ক্লাবের মরহুম সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম তালুকদার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং তরুণ সাংবাদিকদের আগামীর পথনির্দেশনা তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রেসক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় বক্তারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সদস্য ও সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা পূর্ব এক বর্ণাঢ্য র‌্যালি ঈশ্বরগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।