চাঁদপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে শহীদ ওসমান হাদি দেশ গড়তে চেয়েছিলেন, তার সেই অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
চাঁদপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল
চাঁদপুরে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল |নয়া দিগন্ত

চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা, কফিন মিছিল ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজার নামাজ সরাসরি প্রজেক্টরের মাধ্যেমে প্রদর্শনসহ এই আয়োজন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুদ্দিন আল আমিন।

জানাজার নামাজের আগে সাধারণ শিক্ষার্থী পক্ষে বক্তব্য রাখেন সাইফুদ্দিন হিশাম, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, ছাত্রদল কলেজ সম্পাদক ফয়সাল প্রমুখ।

এছাড়া জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে শহীদ ওসমান হাদি দেশ গড়তে চেয়েছিলেন, তার সেই অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরো বলেন, আগামীর বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা এ প্রজন্ম মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।

জানাজার নামাজের আগে উপস্থিত সবার অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করান আল আমিন অ্যাকাডেমির প্রভাষক ও সংগঠক নিয়াজ মোর্শেদ।

জানাজা শেষে শিক্ষার্থীদের উদ্যোগে একটি কফিন মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয় এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

কফিন মিছিলটি চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বায়তুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।