আইআইইউসি টেক ফেস্টে ইটিই বিভাগের সাফল্য

এ আসরে চারটি প্রতিযোগিতায় স্বতন্ত্রভাবে পুরস্কার অর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
টেক ফেস্টে ইটিই বিভাগের সাফল্য
টেক ফেস্টে ইটিই বিভাগের সাফল্য |নয়া দিগন্ত

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ছাত্রদের জন্য অত্যন্ত গৌরবময় এক মুহূর্ত হয়ে উঠেছিল টেক ফেস্ট-২০২৫। এ আসরে চারটি প্রতিযোগিতায় স্বতন্ত্রভাবে চারটি পুরস্কার অর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

জানা যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে ইটিই বিভাগের শিক্ষার্থী ইরফান, শিহাবুল ও পরাগ। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রজেক্ট শোকেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে নাফি ও মেজবাহ। আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রেজেন্টেশনে দ্বিতীয় রানার-আপ হয়েছে মাসুম ও ফুয়াদ। এছাড়া আন্তঃবিভাগীয় ডকুফিল্ম প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে দিগন্ত, মেহেদী, ইসরার, আরাফাত ও শফিউল। এরা সবাই ইটিই বিভাগের শিক্ষার্থী।

ইটিই বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম রুপম বলেন, ‘এ সাফল্য অর্জনে শুধু বিজয়ীদের নয়, সকল অংশগ্রহণকারীর ভূমিকাই অপরিসীম। ইটিই বিভাগের প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টাই বিভাগের গৌরবকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। ইটিই বিভাগ, আইআইইউসি ও এ টেক ফেস্টে অর্জিত সাফল্যকে শুধু একটি মুহূর্ত হিসেবে নয় বরং ভবিষ্যতের আরো বড় লক্ষ্য অর্জনের পথে একটি মাইলফলক হিসেবে দেখছে।’

এছাড়া অনুষ্ঠানে মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্ত ও আমার দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।