মাগুরায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ওয়াপদা-লাঙ্গলবাদ সড়কে ও বেথুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার চতুরবাড়িয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে তসলিম ও মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামের ওমর আলীর ছেলে আবিদ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওয়াপদা-লাঙ্গলবাদ সড়কে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক তসলিম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত থ্রি হুইলার চালক মনিরুলকে স্থানীয়রা উদ্ধার করে পাশের ক্লিনিকে নেয়, তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

অপর দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকটরের চাপায় আবিদ নামের ১২ বছরের শিশু নিহত হয়। আবিদের মৃত্যুর বিষয়টি মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান নিশ্চিত করেছেন।