বেড়ায় নকল দুধ তৈরির অপরাধে ১ জনকে কারাদণ্ড ও জরিমানা

উপজেলার পেঁচাকোলা সরকার পাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

শফিউল আযম, বেড়া (পাবনা)

Location :

Bera
নকল দুধ তৈরিকারীর কারাদণ্ড
নকল দুধ তৈরিকারীর কারাদণ্ড |নয়া দিগন্ত

পাবনার বেড়ায় দুগ্ধ কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির অপরাধে জয়দেব ঘোষ (৪৫) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার পেঁচাকোলা সরকার পাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পেঁচাকোলা সরকার পাড়ায় জয়দদেব ঘোষের কারখানায় নকল দুধ তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নূরেন মায়িশা খান বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই চন্দ্র রায়কে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এ সময কারখানা থেকে নকল দুধ ও দুধ তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ করা হয়।

জয়দেব ঘোষ মানব স্বাস্থের জন্য ক্ষতিকর নকল দুধ তৈরি ও বাজারজাত করার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জয়দেবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আসামি জয়দেব ঘোষকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’