ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু
ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু |ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজন করে।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় ওই ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে এ মেলা।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান) কৃষিবিদ সেলিনা পারভীন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান।

কৃষি মেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহনুরুল কবির শাহীন, ঈশ্বরগঞ্জ অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমী, উপজেলা বিনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুররাজ্জাক ভূঞা হীরা, উপজেলা বিনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, পৌর বিনপির সদস্য সচিব নুরে আলম জিকু। এ ছাড়াও উপজেলা প্রসাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরাও উপস্থিত ছিলেন।

ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় বীজ উৎপাদন ও সংরক্ষণ, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, মাটির স্বাস্থ্য সুরক্ষা, আধুনিক পানি ব্যবস্থাপনা, ক্লাইমেট স্মার্ট স্কুল অ্যান্ড ক্লাব, আইপিএম ও উত্তম কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি কর্নার ও কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক ১০টি স্টল ও ১০টি নার্সারী অংশগ্রহণ করে।