ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিকেল ৪টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর পৌর শহরের পাটনিপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় রাফিউল ইসলাম রাফি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর পৌর শহরের পাটনিপাড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের কালীদহের পাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিকেলে একটি ভটভটি গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলআরোহী রাফি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ইসলামপুর থানা পুলিশ। এ সময় ভটভটি ও মোটরসাইকেলটি জব্দ করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। একইসাথে নিহত রাফির লাশ উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান রাফির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।