ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার ইয়ামিন চত্ত্বরে এনসিপি,গণঅধিকার পরিষদ ও আপ বাংলাদেশ সাভার শাখার উদ্যোগে এ বিক্ষোভ।
সমাবেশে বক্তারা এ সময় বলেন- জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান তারা।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনপিসি) ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ফয়সাল মাহমুদ (শান্ত), সাভার উপজেলার প্রধান সমন্বয়ক জুলকার নাঈম, জাতীয় যুবশক্তি ঢাকা জেলা উত্তরের সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, আপ বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি সোহেল রানা, গণঅধিকার পরিষদ সাভার উপজেলার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



