নাটোরের লালপুর উপজেলায় স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে ( ৪৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলত-৪ এর বিচারক মো: সোহাগ তালুকদার আসামির উপস্থিতে এ রায় দেন
মামলা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সাথে একই উপজেলার রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই ছিলো। গত ২০২০ সালের ২৭ এপ্রিল পারিবারিক কলহের জেরে স্ত্রী লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে একই উপজেলার জোকাদহ বটতলা এলাকায় ফেলে পালিয়ে যান স্বামী সিরাজুল ইসলাম। পরে লতার লাশ ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে- মর্মে প্রতিবেদন জানার পরে সিরাজুল ইসলামকে আসামি করে ১৩ ডিসেম্বর লালপুর থানায় মামলা করেন লতার বাবা হেলাল উদ্দিন। মামলা রুজুর পরে পুলিশ অভিযান চালিয়ে লালপুর এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
নাটোর জজ কোর্টের সহকারী সরকারী কৌশুলি অ্যাডভোকেট মাহমুদুর রহমান মামুন জানান, মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সিরাজুল ইসলাম দোষী সাবস্ত্য হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।