বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সিমিট এর যৌথ আয়োজনে সোমবার বারি‘র সেমিনার কক্ষে ‘উদ্ভাবনী কৃষি গবেষণার জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত ভাবনা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং সিমিট-বাংলাদেশের ড. টি এস আমজাদ বাবু (কৃষি অর্থনীতিবিদ)।
এছাড়াও অনুষ্ঠানে বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের ২৫ জন বিজ্ঞানী উপস্থিত ছিলেন।
কর্মশালায় কো-অর্ডিনেটের দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো: ইমরান খান চৌধুরী।



