ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার ঘটনায় অতিদ্রুত খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘দিল্লি না, ঢাকা—ঢাকা ঢাকা’,
‘আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ঘণ্টাব্যাপী চলা এ প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, শরীফ উসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক। তাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা প্রমাণ করে দেশে এখনো সন্ত্রাস ও হত্যার রাজনীতি সক্রিয় রয়েছে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।



