নবীনগরে পুলিশি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

তাকে প্রথমে চোর সন্দেহে গ্রামবাসী নির্মমভাবে নির্যাতন করে এবং পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে আরো অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Brahmanbaria
নিহত আব্দুল্লাহ
নিহত আব্দুল্লাহ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাকে প্রথমে চোর সন্দেহে গ্রামবাসী নির্মমভাবে নির্যাতন করে এবং পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে আরো অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনায় ক্ষুব্ধ জনতা সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়ি ঘেরাও করলে প্রশাসন ফাঁড়ি বন্ধ ঘোষণা করে এবং সেনা মোতায়েন করে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ ফাঁড়ি ঘেরাও করে স্থানীয়রা।

নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে।

জানা যায়, গত (১৭ সেপ্টেম্বর) ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনার সূত্র ধরে (২৩ সেপ্টেম্বর) সকালে সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে মাস্ক পরিহিত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কয়েকজন তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভয়াবহ নির্যাতন চালানো হয়।

পরিবারের দাবি, তার হাতের নখ গ্লাস দিয়ে উপড়ে ফেলা হয়, কপালের চামড়া ছুলে দেয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। কিন্তু পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে নেয়ার পরেও তার উপর নির্যাতন চলতে থাকে।

একটি সূত্রে জানা যায়, নবীনগর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত না করেই তাকে চার দিন ফাঁড়িতে আটকে রাখা হয় এবং বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাবু (রাব্বি) ও মাসুদ রানা নামে দু’জনকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হলেও আব্দুল্লাহকে গোপনে ফাঁড়িতেই আটকে রাখা হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিন দিন চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া ২৯ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো: মহিউদ্দিন, তবি মিয়া, আলামিন, আয়নাল হকসহ চারজনের নাম উল্লেখ করে আরো ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সম্মিলিতভাবে আব্দুল্লাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।

আব্দুল্লাহর মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে আজ সকালে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে। উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করে।

এদিকে ঘটনার পর পুলিশ সুপার এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফাঁড়ির ইনচার্জ মো: মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে দুপুর ৩টার দিকে সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো: মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।