পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিহত রাজিব উপজেলার সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় সরদার বাড়ির মাহাবুব সরদারের ছেলে।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মো: রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব উপজেলার সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় সরদার বাড়ির মাহাবুব সরদারের ছেলে। তিনি ভ্যাকু ড্রাইভার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভুতুমচর এলাকায় রওনা করেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কেজীরহাট এলাকায় এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।